বাতায়ন/কবিতা/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
আমাদের
রোজ ঘোড়ার খাওয়ার জন্য
ঘাস আর বিচালি কেনা হতো
দারোয়ান সেলাম ঠুকত
ঘোড়ার ক্ষুরের ঠক ঠক ধ্বনির সাথে
মিলিয়ে মিলিয়ে দেয়াল ঘড়িটা বাজত।
শব্দটা বাজতে বাজতে চলে যেত
নিশ্চিন্দিপুর
অথবা কোলাঘাট পেরিয়ে ধানসিঁড়ির দেশে
বা
কামচাটকার ভূমিকম্পকে টেনে আনত
জাপান উপকূলে সুনামি হয়ে।
এখন বিভ্রান্ত সময় নিয়ে একা
বসে থাকি।
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
আমাদের ঘোড়ায় টানা গাড়ি
ছিল
সহিস ছিল
কোচয়ান ছিল
গাড়ি বারান্দার নিচে সেই
গাড়ি এসে দাঁড়াত।
ঘাস আর বিচালি কেনা হতো
দারোয়ান সেলাম ঠুকত
ঘোড়ার ক্ষুরের ঠক ঠক ধ্বনির সাথে
মিলিয়ে মিলিয়ে দেয়াল ঘড়িটা বাজত।
অথবা কোলাঘাট পেরিয়ে ধানসিঁড়ির দেশে
বা
কামচাটকার ভূমিকম্পকে টেনে আনত
জাপান উপকূলে সুনামি হয়ে।
No comments:
Post a Comment