মণিজিঞ্জির
সান্যাল সংখ্যা | কবিতা
পুণ্যব্রত মুখোপাধ্যায়
আমার বৃত্তে আমি একা
বসন্ত বয়ে গেছে ফুটন্ত ফুলের হাওয়ায়।
যৌনসঙ্গীর সাথে কেটেছে সময়।
নরম ঘাসে বটের প্রশান্ত ছায়ায়,
আমি শুধু কাটিয়েছি একা
নিজের বৃত্তের মাঝে।
গ্রীষ্মের দহন শেষে নদীর পোড়া জল
ধোয়াতে পারেনি ক্লান্তি আমার।
শুধু বৈশাখী ছায়ায় নেমেছে বিষণ্ণ আঁধার।
প্রকৃতির আর্দ্র নিঃশ্বাসে শিহরণ জাগেছে
শিকড়ে-শাখায়।
শুধু ভেঙে গেছে ঘর— ভেসে গেছে আমার আকাশের তারা।
পুণ্যব্রত মুখোপাধ্যায়
আমার বৃত্তে আমি একা
ওই গ্রহ, নক্ষত্ররা কেউ তো একা নয়।
সূর্যের আদর দেখেছি
জ্যোৎস্নার রাতে।
অথচ এই পৃথিবীতে আমি একা।
একটা কক্ষপথ বানিয়ে নিয়েছি
তারই বৃত্তে এক বন্দিজীবন।
বসন্ত বয়ে গেছে ফুটন্ত ফুলের হাওয়ায়।
যৌনসঙ্গীর সাথে কেটেছে সময়।
নরম ঘাসে বটের প্রশান্ত ছায়ায়,
নিজের বৃত্তের মাঝে।
গ্রীষ্মের দহন শেষে নদীর পোড়া জল
ধোয়াতে পারেনি ক্লান্তি আমার।
শুধু বৈশাখী ছায়ায় নেমেছে বিষণ্ণ আঁধার।
প্রকৃতির আর্দ্র নিঃশ্বাসে শিহরণ জাগেছে
শিকড়ে-শাখায়।
শুধু ভেঙে গেছে ঘর— ভেসে গেছে আমার আকাশের তারা।
No comments:
Post a Comment