বাতায়ন/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | শেষ বসন্তের স্মৃতি
মণিজিঞ্জির সান্যাল
শেষ
বসন্তের স্মৃতি
বলতে না পারা অনেক
অনেক কথা মিশে আছে
ঐ শেষ বিকেলের গায়ে।
শেষ বসন্তের স্মৃতি
একটু একটু করে
বিস্মৃতির দিকে পা বাড়াতে চায়।
কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | শেষ বসন্তের স্মৃতি
মণিজিঞ্জির সান্যাল
অনেক কথা মিশে আছে
ঐ শেষ বিকেলের গায়ে।
শেষ বসন্তের স্মৃতি
একটু একটু করে
বিস্মৃতির দিকে পা বাড়াতে চায়।
No comments:
Post a Comment