প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন / ছড়া/৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/ ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া বিদ্যুৎ মিশ্র   ঝড়ের রাতে   ঝড়ের...

Thursday, August 7, 2025

কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | শেষ বসন্তের স্মৃতি

বাতায়ন/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | শেষ বসন্তের স্মৃতি
মণিজিঞ্জির সান্যাল
 
শেষ বসন্তের স্মৃতি
 
বলতে না পারা অনেক
               অনেক কথা মিশে আছে
               ঐ শেষ বিকেলের গায়ে।
     শেষ বসন্তের স্মৃতি
     একটু একটু করে
বিস্মৃতির দিকে পা বাড়াতে চায়।
     ঝরে পড়া ফুলগন্ধ
     অনুভূতির রং
     জড়িয়ে ধরে আমায়,
অব্যক্ত শব্দ ঠিক তখন যেন
      আমার পাশে এসেছে;
      এক দুষ্টু বাতাস কানে কানে বলে
                    যা কিছু বলার ছিল
                         এই তো সময়
       বলে দে, এরপর সময় চলে যাবে।
ঘোলাটে আবছা আকাশ নীরব হয়ে থাকে...
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)