বাতায়ন/কবিতা/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
গোবিন্দ মোদক
বাঁচার
গানগুলি
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
গোবিন্দ মোদক
উপোসী আকাশ। মৃত্যু মিছিল।
বুকের আগুন।
বোতল বন্দি। দৈত্য সে এক।
জাগুন জাগুন।
হলুদ পাতার। নিঝুম ভাঁজে।
আলোর ছোপ।
ঘুমের মাঝে। নতুন ঘুমে।
বাঁচার টোপ।
গতির আবেগ। নিঝুম সময়। পথ অনন্ত।
দুঃখ রাতের। অবাক তারা। জীবন-সত্য।
উদাস স্বপন। বেহুলা নদী। পারের আশা।
বিরহ শেষে। নতুন সকাল। প্রেমের ভাষা।
আগুন আগুন। ফাগুন ওড়ে। তৃষিত সাগর।
রৌদ্র ফড়িং। দিন প্রতিদিন। ভাঙছে আগড়।
নামের আড়াল। রং-গোধূলি। সুরের মায়া।
ধানের শিষের। নরম শাঁসে। সুখের ছায়া।
নাবিক জীবন। বদর বদর। সাক্ষী আকাশ।
যুগের সীমা। ঘুচল এবার। জাগল বাতাস।
পাপ-ব্যভিচার। মরল সবাই। ফুটল যে প্রাণ।
শুধুই এখন। নতুন জীবন। বাঁচার সে গান।
গতির আবেগ। নিঝুম সময়। পথ অনন্ত।
দুঃখ রাতের। অবাক তারা। জীবন-সত্য।
উদাস স্বপন। বেহুলা নদী। পারের আশা।
বিরহ শেষে। নতুন সকাল। প্রেমের ভাষা।
আগুন আগুন। ফাগুন ওড়ে। তৃষিত সাগর।
রৌদ্র ফড়িং। দিন প্রতিদিন। ভাঙছে আগড়।
নামের আড়াল। রং-গোধূলি। সুরের মায়া।
ধানের শিষের। নরম শাঁসে। সুখের ছায়া।
নাবিক জীবন। বদর বদর। সাক্ষী আকাশ।
যুগের সীমা। ঘুচল এবার। জাগল বাতাস।
পাপ-ব্যভিচার। মরল সবাই। ফুটল যে প্রাণ।
শুধুই এখন। নতুন জীবন। বাঁচার সে গান।
No comments:
Post a Comment