প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নৃপেন চক্রবর্তী সংখ্যা | আবেগ ও বিবেক

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক , ১৪৩২ নৃপেন চক্রবর্তী সংখ্যা | সম্পাদকীয়   আবেগ ও বিবেক "যা-...

Monday, September 15, 2025

কথা | যশোধরা রায়চৌধুরী

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
যশোধরা রায়চৌধুরী
 
কথা
 

যে কথা সমুদ্র জানে, সে কথা জানে না কোন নদী
কেন-না জানার কথা নয়

 
যে কথা সাধুরা জানে সে কথা জানে না কোন চোর
 
কেন-না জানার জন্য সাত জন্ম চুরি করতে হবে
 
দীর্ঘ রাত শেষ হলে প্রথম রাত্রের ছিঁচকে চুরি
ঘুমের অতলে চলে যাবে
 
যে কথা ছেলেরা বলে সেকথা ভাবে না কোন মেয়ে
লকার রুমে হস্টেল আদিম পোস্টারে যায় ছেয়ে
 
ছেলেরাই জানে শুধু মেয়ে বলে গালি দিলে তার কত ব্যথা
 
যে কথা মেয়েরা জানে,  সেইসব কথা
ছেলেরা জানে না।
 

1 comment:

  1. খুব ভালো লেগেছে কবিতাটি। ধন্যবাদ জানাই 🙏

    ReplyDelete

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)