বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
চৈতালী চট্টোপাধ্যায়
শ্রাবণ ও ভাদ্রের মধ্যে চৌকাঠ
সেগুনমঞ্জরি জুড়ে আছে।
উঁকি মেরে দেখছে শিউলি। ফুটব ফুটব করছে।
সামান্য পরে মেঘে জরি বসবে।
ধুলোবালি মেখে নিচ্ছে প্রকৃতির বাচ্চারা,
ব্যথার আলোয়ান গায়ে দিয়ে।
আজ কেউ মরে যাবে। কেউ হয়তো, কাল।
পুরনো ইটের খাঁজে নয়নতারার মতো
দুপাপড়ি হাসি ওঠে। ম্লান।
দিনকাল খারাপ, জননী!
ডাকের সাজের জন্য বায়না ধরো না
শারদ | কবিতা
চৈতালী চট্টোপাধ্যায়
একশোভাগ প্রকৃতি
সেগুনমঞ্জরি জুড়ে আছে।
উঁকি মেরে দেখছে শিউলি। ফুটব ফুটব করছে।
সামান্য পরে মেঘে জরি বসবে।
ধুলোবালি মেখে নিচ্ছে প্রকৃতির বাচ্চারা,
আজ কেউ মরে যাবে। কেউ হয়তো, কাল।
পুরনো ইটের খাঁজে নয়নতারার মতো
দুপাপড়ি হাসি ওঠে। ম্লান।
দিনকাল খারাপ, জননী!
ডাকের সাজের জন্য বায়না ধরো না

@surji
ReplyDeleteশরদের এই উৎসবে যখন মানুষের মন
আনন্দে পরিপূর্ন, এই কবিতাটি তখন আলাদা মাত্রা যোগ করে ।