প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নৃপেন চক্রবর্তী সংখ্যা | আবেগ ও বিবেক

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক , ১৪৩২ নৃপেন চক্রবর্তী সংখ্যা | সম্পাদকীয়   আবেগ ও বিবেক "যা-...

Monday, September 15, 2025

একশোভাগ প্রকৃতি | চৈতালী চট্টোপাধ্যায়

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
চৈতালী চট্টোপাধ্যায়
 

একশোভাগ প্রকৃতি

 
শ্রাবণ ও ভাদ্রের মধ্যে চৌকাঠ
সেগুনমঞ্জরি জুড়ে আছে।
উঁকি মেরে দেখছে শিউলি। ফুটব ফুটব করছে।
সামান্য পরে মেঘে জরি বসবে।
ধুলোবালি মেখে নিচ্ছে প্রকৃতির বাচ্চারা,
ব্যথার আলোয়ান গায়ে দিয়ে।
আজ কেউ মরে যাবে। কেউ হয়তো, কাল।
পুরনো ইটের খাঁজে নয়নতারার মতো
দুপাপড়ি হাসি ওঠে। ম্লান।
দিনকাল খারাপ, জননী!
ডাকের সাজের জন্য বায়না ধরো না
 

1 comment:

  1. @surji
    শরদের এই উৎসবে যখন মানুষের মন
    আনন্দে পরিপূর্ন, এই কবিতাটি তখন আলাদা মাত্রা যোগ করে ।

    ReplyDelete

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)