বাতায়ন/শারদ/কবিতাণু/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতাণু
প্রদীপ
সরকার
তুই-ই সেরা ও অন্যান্য
তুই-ই সেরা
জানে
তার পরিমাপ
পদ্মফুলের মাথায় ভ্রমর
পিরিতে মজে সাপ
প্রেম যে এক মরণ নেশা
ছড়ায় উত্তাপ
শরৎ কালের পদ্মদিঘী
জানে তার পরিমাপ।
রণরঙ্গিনী
সাজে
আশ্বিন মাস অসুরের ত্রাস
বোধনের ঢাক বাজে
কাশের বনে, শিউলি তলায়
শিশির ঝরেছে লাজে
আকাশে বেজেছে রণদুন্দুভি
রণরঙ্গিনী সাজে।
হাসবে
আকাশ
প্রতীক্ষার আর
কতদিন
কথা ছিল শরতে ফিরবে
ছুটি পেয়েছ, ফেরার টিকিট!
বলো-না কবে আসবে?
তুমি তো জানো তুমি ফিরলেই
এখানে আকাশও হাসবে।
শারদ | কবিতাণু
ও মেয়ে তোর সাজসজ্জা কী
সাদায় সাদায় মোড়া
বর্ষা মেঘের রং বদলে আজ
কালোমোষ সাদা ঘোড়া
অলক মেঘ আর শিউলি ফুলে
শারদ সাজে তুই-ই সেরা।
পিরিতে মজে সাপ
প্রেম যে এক মরণ নেশা
ছড়ায় উত্তাপ
শরৎ কালের পদ্মদিঘী
জানে তার পরিমাপ।
বোধনের ঢাক বাজে
কাশের বনে, শিউলি তলায়
শিশির ঝরেছে লাজে
আকাশে বেজেছে রণদুন্দুভি
রণরঙ্গিনী সাজে।
কথা ছিল শরতে ফিরবে
ছুটি পেয়েছ, ফেরার টিকিট!
বলো-না কবে আসবে?
এখানে আকাশও হাসবে।

No comments:
Post a Comment