বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক,
১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
পিয়ালী সেন
ভেজা
স্মৃতিগুলো…
কিছু চলে-যাওয়া রেশ
থেকে গেছে ছেঁড়া খামে,
কিছু অনুভূতি স্থির হয়ে
গেল স্টিলফ্রেমে!
কিছু ভেসে গেল
অজানার পথে পথে…
কিছু ভুল ভাঙে
একা জেগে থাকা রাতে!
তবু শেষটুকু আজও
শেষ হোলো কই…?
শুকনো মাটির বুকের
মধ্যে জল করে থইথই!
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
থেকে গেছে ছেঁড়া খামে,
গেল স্টিলফ্রেমে!
কিছু ভেসে গেল
অজানার পথে পথে…
কিছু ভুল ভাঙে
একা জেগে থাকা রাতে!
তবু শেষটুকু আজও
শেষ হোলো কই…?
মধ্যে জল করে থইথই!

No comments:
Post a Comment