প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নৃপেন চক্রবর্তী সংখ্যা | আবেগ ও বিবেক

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক , ১৪৩২ নৃপেন চক্রবর্তী সংখ্যা | সম্পাদকীয়   আবেগ ও বিবেক "যা-...

Friday, October 31, 2025

গোল পৃথিবী | ফরিদ সাইদ

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/ছড়া/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | ছড়া
ফরিদ সাইদ
 
গোল পৃথিবী
 
প্রয়োজনে পা বাড়ালাম
ঘড়ির সময় ধরে
তখন ছিল মেঘলা আকাশ
মোরগ ডাকা ভোরে।
 
দিনের আলো রাতের তারায়
হাজার লোকের ভিড়ে
চলার পথে আয়ু আমার
ফুরায় ধীরে ধীরে।
 
এমনি করে যেতে হবে
অনেক দূরের পথে
মহান মালিক আমায় তুমি
শক্তি দিও রথে।
 
কপাট খুলে ঘর ছেড়েছি
ঠিক মনে নেই কবে
গোল পৃথিবী ঘুরে এলে
আবার দেখা হবে।
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)