বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
দেবকুমার
মুখোপাধ্যায়
দুই
ধ্বনি
এক ঝাঁক চড়ুই শালিখ বসে আছে
ছায়ার আশ্রয়ে।
সামনে পুণ্য স্রোতস্বিনী
অনর্গল কথা বলে চলে,
জলতরঙ্গের সুরে আহা কোন্
মায়া!
নানা রং জামা পরা
চড়ুই শালিখ
তাদের কথাও চলে অন্য সুরে অন্য কোরাসে।
অর্থহীন দুই ধ্বনি মিশে যায়
অনন্তে কোথাও।
তৈমুর খান সংখ্যা | কবিতা
সামনে পুণ্য স্রোতস্বিনী
অনর্গল কথা বলে চলে,
তাদের কথাও চলে অন্য সুরে অন্য কোরাসে।

অনন্য চিত্রণ!
ReplyDelete