প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তৈমুর খান সংখ্যা | মগজ ও অঙ্গ

বাতায়ন/ তৈমুর খান সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/ ৩২তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ , ১৪৩২ তৈমুর খান সংখ্যা | সম্পাদকীয়   মগজ ও অঙ্গ "অপরিসীম মেধ...

Tuesday, November 25, 2025

স্মৃতির আমন্ত্রণ | নজর উল ইসলাম

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
নজর উল ইসলাম
 
স্মৃতির আমন্ত্রণ
 
বিষাদের বিভূতি ছুঁয়ে জীবন-পালক জুড়ছি
অনুভূতির আকাশ নিঃশব্দ অহংকারে
ভাঙছে নদীরও শিল্প-ঠোঁট, পাপড়ির
বিকশিত পাগল-বিলাসী রূপকথাকার—
সারাদিন গানের অন্তঃকরণ কারুজলে
ভাসিয়ে নেমে যায় নদী থেকে সমুদ্রে
যে ভাষা বোঝে না কোন ইতিহাস
না আদিগন্তের খেয়ালি খেলা
ধুলোর স্বর্গ শুধু মুঠো ভরে ছেড়ে দেয়
কার্পাস তুলোয় উড়ে যায় রাঙা ফাগুন
কষ্টক্ষত ফুলগুলো ঝরে অনবরত
 
যে বাঁশি পথিকের স্বপ্ন শহর, মোহ-মন্দির,
বাজনায় শুদ্ধতা খোঁজে রাত্রির
মোহনশীলতা তুমি সেবিকা আঁচলে
স্মৃতির আমন্ত্রণ কুড়িয়ে নাওনি তো,
কেবল নাগরিক সাজে আগুন ও ওম
স্পর্শের বসন্ত টেনে আনো
ফলন্ত রূপকথার রোদ্দুরের পেখম
তাহলে এক এ জ্যোৎস্নার পাগলামি...
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)