বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
শ্রীময় ঘোষ
বাদলের
ধারাপাতে
কালো মেঘ বুকে ধরে
আকাশ চলেছে দূরে
বঁধুয়া চলেছে বনপথে।
বাদলের আহ্বানে
আঁধার নেমেছে বনে
বঁধুয়া চলেছে কোন পথে?
নিজেকে হারাতে চায়
ধরণীর আঙিনায়
বঁধুয়া সেজেছে আজ প্রাণ খুলে।
বাদলের ধারাপাতে
হারাতে চায় সে আপনাতে
সেজেছে বনপথে - অজানা বনফুলে।
তৈমুর খান সংখ্যা | কবিতা
শ্রীময় ঘোষ
আকাশ চলেছে দূরে
বঁধুয়া চলেছে বনপথে।
আঁধার নেমেছে বনে
বঁধুয়া চলেছে কোন পথে?
ধরণীর আঙিনায়
বঁধুয়া সেজেছে আজ প্রাণ খুলে।
হারাতে চায় সে আপনাতে
সেজেছে বনপথে - অজানা বনফুলে।

No comments:
Post a Comment