বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
মানসী
বন্দ্যোপাধ্যায়
নভেম্বর
এই তো সেদিন চলছিল সব ঠিকঠাক।
হাওয়ায় ভাসছিল উদাসী বাউন্ডুলে মেঘুর দল
আর কমলা লেবুর ঘ্রাণ
বেয়াড়া, পাজি মেঘুদের আউট করে দিয়ে মাঠে নেমেছে সচিন-ধোনি জুটি।
ব্যাটের ঝড়ে সব বেয়াড়া ফিচেল মেঘুরা বাউন্ডারির পার।
হঠাৎ কী এমন হল নভেম্বরের স্বল্পায়ু বিকেলের বিষণ্ণতা ছড়িয়ে
বেহালার ছড়ে দিলে টান!
চেয়ে দেখো তোমার সামনে শির
উঁচু করে দাঁড়িয়ে আছে শান্ত চিরবৈরাগী হিমালয়, বিস্তৃত চূড়া শ্বেতবস্ত্র পরিধান।
কান পেতে শোনো
আকাশ-বাতাসে বাজছে ওই
নভেম্বরের আনন্দোচ্ছল স্বরগম।
তৈমুর খান সংখ্যা | কবিতা
হাওয়ায় ভাসছিল উদাসী বাউন্ডুলে মেঘুর দল
বেয়াড়া, পাজি মেঘুদের আউট করে দিয়ে মাঠে নেমেছে সচিন-ধোনি জুটি।
ব্যাটের ঝড়ে সব বেয়াড়া ফিচেল মেঘুরা বাউন্ডারির পার।
হঠাৎ কী এমন হল নভেম্বরের স্বল্পায়ু বিকেলের বিষণ্ণতা ছড়িয়ে
আকাশ-বাতাসে বাজছে ওই

No comments:
Post a Comment