বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
রতনলাল আচার্য্য
নিজেকে
নিয়ে
একটা শান্ত স্নিগ্ধ পুকুর
হয়েই তো বেশ আছি
মঙ্গলযাত্রা নাই-বা হলো পূর্বাদ্রি শিখরে পৌঁছানোর
নাই-বা হলো অভিষেক দিগন্তের সূর্য হবার।
আমাকে ঢিল ছুঁড়ে গভীরতা মাপতে যেও না একেবারেই
সত্যের বাতাবরণ যে ছিন্ন হবার নয় কখনও।
কালকে থামিয়ে দেওয়ার কোন চমৎকারিত্ব নেই আমার ধারাপাতে
জীবনকে বর্ণিল করার সমস্ত রং চুরি হয়ে গেছে অকালে।
শ্বেতশুভ্র শিলান্যাসে লেখা থাক আমার নাম এও অভিপ্রায় নয়
কোন আদিত্যবাসরে সূর্যের সাথে বৈরিতা কাটিয়ে
শুভদৃষ্টির ছোঁওয়া পাব এটাও কামনা করি না একেবারেই।
আমি তো পারিনা কতকিছুই...
ভাবসাগরে নজরদারি করে পুণ্য সঞ্চয় করতে
মধ্যরাতের স্তব্ধতা ভঙ্গ করে চাঁদকে দোসর করতে।
আমি যে এখনও ছাত্র হয়েই
বিদ্যেবোঝাই মাস্টারমশাইয়ের পিছু পিছু ছুটি আকুল হয়ে।
রকমারি দ্রব্যের সাজানো পসরা থেকে
তেল আর জলকে আলাদা করতে শিখি।
সদ্য প্রসব হওয়া মৃগশিশুটাকে জড়িয়ে ধরে সজীবতার গান শোনাই।
বাহারি দুনিয়ার রঙ্গমঞ্চ থেকে সাদাকালোর বৈষম্যের কারণ খুঁজি।
চলার পথের ধারে ফুটে থাকা অনামী ফুল কুড়িয়ে
মালা গাঁথি জীবনদেবতাকে তুষ্ট করব বলে।
বিনিদ্র রজনী কাটে অশ্রুবিহীন ক্রন্দনে...
শেষের পরে কী আছে
তার স্বরূপ দেখব বলেই আমার এই
দীর্ঘ বানপ্রস্থ!
তৈমুর খান সংখ্যা | কবিতা
রতনলাল আচার্য্য
মঙ্গলযাত্রা নাই-বা হলো পূর্বাদ্রি শিখরে পৌঁছানোর
নাই-বা হলো অভিষেক দিগন্তের সূর্য হবার।
আমাকে ঢিল ছুঁড়ে গভীরতা মাপতে যেও না একেবারেই
সত্যের বাতাবরণ যে ছিন্ন হবার নয় কখনও।
কালকে থামিয়ে দেওয়ার কোন চমৎকারিত্ব নেই আমার ধারাপাতে
জীবনকে বর্ণিল করার সমস্ত রং চুরি হয়ে গেছে অকালে।
শ্বেতশুভ্র শিলান্যাসে লেখা থাক আমার নাম এও অভিপ্রায় নয়
কোন আদিত্যবাসরে সূর্যের সাথে বৈরিতা কাটিয়ে
শুভদৃষ্টির ছোঁওয়া পাব এটাও কামনা করি না একেবারেই।
ভাবসাগরে নজরদারি করে পুণ্য সঞ্চয় করতে
মধ্যরাতের স্তব্ধতা ভঙ্গ করে চাঁদকে দোসর করতে।
আমি যে এখনও ছাত্র হয়েই
বিদ্যেবোঝাই মাস্টারমশাইয়ের পিছু পিছু ছুটি আকুল হয়ে।
রকমারি দ্রব্যের সাজানো পসরা থেকে
তেল আর জলকে আলাদা করতে শিখি।
সদ্য প্রসব হওয়া মৃগশিশুটাকে জড়িয়ে ধরে সজীবতার গান শোনাই।
বাহারি দুনিয়ার রঙ্গমঞ্চ থেকে সাদাকালোর বৈষম্যের কারণ খুঁজি।
চলার পথের ধারে ফুটে থাকা অনামী ফুল কুড়িয়ে
মালা গাঁথি জীবনদেবতাকে তুষ্ট করব বলে।
বিনিদ্র রজনী কাটে অশ্রুবিহীন ক্রন্দনে...

No comments:
Post a Comment