প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তৈমুর খান সংখ্যা | মগজ ও অঙ্গ

বাতায়ন/ তৈমুর খান সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/ ৩২তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ , ১৪৩২ তৈমুর খান সংখ্যা | সম্পাদকীয়   মগজ ও অঙ্গ "অপরিসীম মেধ...

Tuesday, November 25, 2025

স্টাডি রুম | সঙ্ঘমিত্রা দাস

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
সঙ্ঘমিত্রা দাস
 
স্টাডি রুম
 
স্কুলের শেষ দিনটা খুব মনে পড়ে
তোমার সাথে শেষ কথা ওই দিন—
তারপর কেটে গেছে বহু বছর
জীবনতরি বয়ে গেছে নদী থেকে সমুদ্রে
সংসার, জীবিকা আষ্টেপৃষ্ঠে বেঁধেছে আমায়।
 
এখনও অনেক কথা বলতে ইচ্ছে হয়
যেতে আসতে চোখে চোখ তবু কথা হয় না।
 
সব কথা জমা রাখি ওদের কাছে
আমার গল্প শোনে ছোট্ট স্টাডি রুম,
শুনেছি দেওয়ালের নাকি কান আছে!
বইয়েরা নাকি বড্ড ভাল শ্রোতা!
 

1 comment:

  1. সহজ সরল উচ্চারণে হৃদয়ের গভীর অনুভূতির উজ্জ্বল প্রকাশ! বেশ লিখেছেন।👌

    ReplyDelete

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 7 days)