বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
কবিতাগুচ্ছ | তৈমুর খান | মনুষ্য বিষয়ক
তৈমুর খান
মনুষ্য
বিষয়ক
পার্থিব আর অপার্থিব মিলে
যন্ত্রণা ছুঁড়ে দিচ্ছে সবাই
সবাই বলছে, দিন ফুরিয়ে এল, এবার তবে জবাই
কাঁটা বিছানো পথে হেঁটে হেঁটে
এত রক্ত ঝরল
জেগে জেগে শরীরও ধূসর লণ্ঠন, কালি পড়ল
কী করে মসৃণ হব? কী করে উজ্জ্বল হব?
সবই নিয়তি জানে, নিয়তিই কারিগর…
তোমরা শুধু অন্ত্যমিল খুঁজে
খুঁজে দ্যাখো সু-সমাচার
পঙ্ক্তি ভেঙে শব্দ বিচ্ছেদে শূন্যের ভেতর রেখে দিচ্ছি উৎসব
পাড়া জুড়ে ঢেউ উঠছে— কার কী
বসন্ত
কার বাগানে এত পাখির লীলা
মাঝে মাঝে সামঞ্জস্য, মাঝে মাঝে বীণা
আমার কোকিলের অন্তিম কলরব
আর কিছুটা সহ্য হোক, তারপর কথা বলব
কথা তো বলতেই হবে—
পার্থিব আর অপার্থিবের মাঝখানে দাঁড়ায় মানব।
কবিতাগুচ্ছ | তৈমুর খান | মনুষ্য বিষয়ক
তৈমুর খান
সবাই বলছে, দিন ফুরিয়ে এল, এবার তবে জবাই
জেগে জেগে শরীরও ধূসর লণ্ঠন, কালি পড়ল
কী করে মসৃণ হব? কী করে উজ্জ্বল হব?
পঙ্ক্তি ভেঙে শব্দ বিচ্ছেদে শূন্যের ভেতর রেখে দিচ্ছি উৎসব
কার বাগানে এত পাখির লীলা
মাঝে মাঝে সামঞ্জস্য, মাঝে মাঝে বীণা
আমার কোকিলের অন্তিম কলরব
কথা তো বলতেই হবে—
পার্থিব আর অপার্থিবের মাঝখানে দাঁড়ায় মানব।

হ্যাঁ, "কথা তো বলতেই হবে" এই কথা কবিই তো বলবেন।🙏
ReplyDelete