প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তৈমুর খান সংখ্যা | মগজ ও অঙ্গ

বাতায়ন/ তৈমুর খান সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/ ৩২তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ , ১৪৩২ তৈমুর খান সংখ্যা | সম্পাদকীয়   মগজ ও অঙ্গ "অপরিসীম মেধ...

Tuesday, November 25, 2025

প্রচেষ্টা | তাপস মাইতি

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
তাপস মাইতি
 
প্রচেষ্টা
 
প্রচেষ্টার কোনো ত্রুটি নেই।
গাছ অহিংসা ছড়াচ্ছে
তার ডালপালার পাতা উড়িয়ে
যে নদী অস্থির, অশান্ত ব'য়ে যেত
আজ সে সংযমের ঢেউ তুলে গমনবতী
বৃষ্টি তার প্রতিটি কণায়
সম্মোহনের তীর তৈরি করে পতিতপাবন।
সূর্যের আলোর আত্মবলিদানের গান
বজ্রের ভেতর ফুটিয়ে তুলছে মেঘ,
পথে উড়ছে গান-স্যালুটের ধুলো,
পথের চারপাশে শিশির কণা
প্রতিবাদের রাশ বুনে ছেয়ে ফেলছে সম্ভ্রম।
সব দূর একত্র হয়ে ব'য়ে নিয়ে
চলেছে পথিকের অক্লান্ত পরিশ্রম।
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)