বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
মৌমিতা
সরকার
পদধ্বনি
ভয়ংকর দহনের মধ্য দিয়েই আমাকে
নিয়ে এসো
তেমন কোন পার্থক্য টের পাই না
মধ্যগগনের সূর্য যতটা তাপ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে সময়কে বয়ে চলে
তীব্র আলোয় যতই দুচোখ অন্ধকার দেখুক
পদচিহ্নের আর দরকার হয় না
পদধ্বনিতে মেলাতে থাকি চলার পথ।
অন্ধকারে ডাকঘরে পৌঁছে ঠিক প্রিয়লিপিতে
স্বপ্নের জালে জড়িয়ে যাবে।
তৈমুর খান সংখ্যা | কবিতা
তেমন কোন পার্থক্য টের পাই না
মধ্যগগনের সূর্য যতটা তাপ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে সময়কে বয়ে চলে
তীব্র আলোয় যতই দুচোখ অন্ধকার দেখুক
পদচিহ্নের আর দরকার হয় না
পদধ্বনিতে মেলাতে থাকি চলার পথ।
অন্ধকারে ডাকঘরে পৌঁছে ঠিক প্রিয়লিপিতে
স্বপ্নের জালে জড়িয়ে যাবে।

No comments:
Post a Comment