প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তৈমুর খান সংখ্যা | মগজ ও অঙ্গ

বাতায়ন/ তৈমুর খান সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/ ৩২তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ , ১৪৩২ তৈমুর খান সংখ্যা | সম্পাদকীয়   মগজ ও অঙ্গ "অপরিসীম মেধ...

Tuesday, November 25, 2025

পদধ্বনি | মৌমিতা সরকার

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
মৌমিতা সরকার
 
পদধ্বনি
 
ভয়ংকর দহনের মধ্য দিয়েই আমাকে নিয়ে এসো
তেমন কোন পার্থক্য টের পাই না
মধ‍্যগগনের সূর্য যতটা তাপ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে সময়কে বয়ে চলে
তীব্র আলোয় যতই দুচোখ অন্ধকার দেখুক
পদচিহ্নের আর দরকার হয় না
পদধ্বনিতে মেলাতে থাকি চলার পথ।
অন্ধকারে ডাকঘরে পৌঁছে ঠিক প্রিয়লিপিতে
স্বপ্নের জালে জড়িয়ে যাবে।
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 7 days)