প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তৈমুর খান সংখ্যা | মগজ ও অঙ্গ

বাতায়ন/ তৈমুর খান সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/ ৩২তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ , ১৪৩২ তৈমুর খান সংখ্যা | সম্পাদকীয়   মগজ ও অঙ্গ "অপরিসীম মেধ...

Tuesday, November 25, 2025

সবকিছুতেই ঝুঁকি আছে | শিশির আজম

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
শিশির আজম
 
সবকিছুতেই ঝুঁকি আছে
 
রোদ চচ্চড় করে বাড়ছে, নৌকোর ওপর চড়ে বসল নদীটা।
আমি ৪৫
মেদ জমে পেটের কিম্ভুতকিমাকার অবস্থা
কিন্তু নদী তো নদীই।
কিশোরী মেয়েটার বোঝা দরকার ও কিশোরী
কেবলই কিশোরী
নদীর মনমর্জি বোঝার বয়স হয়নি ওর
আর লোকটা কবিতা লেখে
আর কবিতা লিখে ভাত হয় না জানে সবাই।
কিন্তু ব্ল্যাক স্কচ ওর পছন্দ
কার
ওই কবির,
কয়েক ফোঁটা স্কচ পড়ে আছে ওর বিশ্রী ভুড়িটার ওপর
আর ওই মেয়েটা তা আঙুলে তুলে নিচ্ছে
অবলীলায়,
ঠোঁটে চাটছে।
এ কি খানিকটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে না
বিশ্রী পেটের ওই কবির জন্য
আর ওই নির্বোধ কিশোরীটার জন্য?
 
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 7 days)