প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তৈমুর খান সংখ্যা | মগজ ও অঙ্গ

বাতায়ন/ তৈমুর খান সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/ ৩২তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ , ১৪৩২ তৈমুর খান সংখ্যা | সম্পাদকীয়   মগজ ও অঙ্গ "অপরিসীম মেধ...

Tuesday, November 25, 2025

কথা ও কাহিনী | দীপশিখা পোদ্দার

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
দীপশিখা পোদ্দার
 
কথা ও কাহিনী
 
কত যে বিচিত্র সিঁড়ি!
পাশ দিয়ে উঠে যায় আলো।
অন্ধকারও!
ভিতরে বিবিধ ঢেউ, স্রোতস্বিনী। মৃদু,
অল্প অল্প কথা ও কাহিনী।
আমাদের বলা ও না-বলা
খোলা ও না-খোলা
উন্মাদ প্রহর সব।
আলোর ভিতরে এত এত বিচিত্র আঁধার!
আঁধারের ধু-ধু প্রান্তরের মাঝে মাঝে
একটি-দুটি নিভৃত ছায়ায় ঘেরা ঘর।
ঘরের তো মায়া থাকবেই!
দু'হাত বাড়িয়ে মুচকি-হাসা গাছেরাও মাঝে মাঝে
                             জ্যোৎস্না কুড়োতে নামে।
 
হ্যাঁ, জ্যোৎস্নাও কুড়োনো যায়, যদি
আশ্চর্যরা হাত ধরে পাশে এসে বসে।
ঘর ভেঙে অন্য ঘরে চলে-যাওয়া বাতাসও
পুরনো ঘরের জন্য কিছু রেখে যায়।
কী রাখে! নাভিকুন্ডের মতো থেকে যায় কী!
ক্ষয়ে যাওয়া পলক ও পলস্তরা জানে
একটি জীবন কীভাবে গড়ে তোলে ফের
অসমাপ্ত, অর্ধনির্মিত বাড়িঘর।
 

2 comments:

  1. সঙ্ঘমিত্রাNovember 29, 2025 at 10:01 AM

    খুব সুন্দর

    ReplyDelete
  2. ভাল লাগল এই সিঁড়ি ভাঙা জীবনের কাব্যকথা

    ReplyDelete

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 7 days)