প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নৃপেন চক্রবর্তী সংখ্যা | আবেগ ও বিবেক

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক , ১৪৩২ নৃপেন চক্রবর্তী সংখ্যা | সম্পাদকীয়   আবেগ ও বিবেক "যা-...

Saturday, November 1, 2025

কবিতাগুচ্ছ | নৃপেন চক্রবর্তী | নস্টালজিয়া


 

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
কবিতাগুচ্ছ | নৃপেন চক্রবর্তী | নস্টালজিয়া
কবি-পরিচিতিসহ
কবিতাগুচ্ছ
নৃপেন চক্রবর্তী
 
নস্টালজিয়া

"প্রধানত কবিতা গল্প ও প্রবন্ধ লেখ। সত্তরের দশকের শুরু থেকেই লেখালেখি শুরু। যুগান্তর পত্রিকায় প্রথম লেখা প্রকাশ। ছোটদের পাততাড়ি বিভাগে।"

 
ছায়া উঠোনে মাধবী লতা দুলছে...
বিকেল ক্রমশই ছুটে যাচ্ছে
সন্ধ্যার দিকে...
দূ....রে আকাশ কেটে কেটে
এক ঝাঁক পাখি ফিরে আসতেই
ঝুপ্ করে সন্ধ্যা নেমে এলো।
 
সন্ধ্যা মানেই তো তুলসীমঞ্চ!
 
তুলসীমঞ্চ মনে এলেই
মায়ের গলা জড়ানো কাপড়,
শঙ্খের ফু....
ছড়ানো বাতাসা...
ধুনোর গন্ধ ও মাটির প্রদীপ!
 
' তলার সাতশো পঞ্চাশ স্কোয়ার ফুটে
এখনও সন্ধ্যা হয়।
দেয়ালে টানানো মা আমার শব্দহীন!
 
এখন সন্ধ্যাগুলো
সারা ফ্লাট তন্ন তন্ন করে
একটি মাটির উঠোন খোঁজে...!
 
 
 
সংক্ষিপ্ত কবি-পরিচিতি
নৃপেন চক্রবর্তী
 
প্রধানত কবিতা গল্প ও প্রবন্ধ লেখ। সত্তরের দশকের শুরু থেকেই লেখালেখি শুরু। যুগান্তর পত্রিকায় প্রথম লেখা প্রকাশ। ছোটদের পাততাড়ি বিভাগে। এরপর অমৃত, দেশ, বসুমতী, যুগশঙ্খ, স্টেটসম্যান, সত্যযুগ, নন্দন, পরিচয়, ইত্তেফাক-সহ দুই বাংলার প্রায় সমস্ত দৈনিক ও লিট্‌ল ম্যাগাজিনের নিয়মিত লেখক।
পেশায়: শিক্ষক।
সম্পাদিত পত্রিকা: শব্দ শাব্দিক (১৯৭১), বুধাদিত্য ক্রমিক (মিনি পত্রিকা, ১৯৭১ সালে)
 
প্রকাশিত কাব্য গ্রন্থ:
) স্বপ্নের আশ্রয়ে ১৯৮৪ নবার্ক প্রকাশনী
) লাল ক্যাকটাস ১৯৮৭ নবার্ক প্রকাশনী
) নীল শালুকের পাতায় ২০০১ শব্দ শাব্দিক
) হয় মৃত্যু হে উত্তরণ ২০০৫ ক্রমিক প্রকাশনী
) ফ্যান্তা ফ্যাচাং ছড়া ২০০৬ রূদ্রাক্ষ
) করতলে ছুঁয়ে আছি ২০১০ সাংস্কৃতিক খবর
) শব্দ হীন কথোপকথন ২০১৫ কোরক
) মেটারনিটি লিভ ও ঈশ্বর চন্দ্রের বর্ণ পরিচয় ২০১৮ শিলীন্ধ্র
) হরিচরণ সম্পাদনা ২০১৬ কোরক ২০১৭
১০) জসীমউদ্ দীন সম্পাদনা ২০১৮ কোরক
১১) ব্যালকনিতে বৃশ্চিক বিষাদ ২০২১ একুশ শতক
১২) শ্রেষ্ঠ কবিতা ২০২২ একুশ শতক
১৩) মধ্য রাতে ছুটে যায় দুরন্ত এক্সপ্রেস, কফি হাসের চারপাশে
উপন্যাস: দুটি।
এছাড়াও রয়েছে একশোর বেশি প্রবন্ধ।
 
 

1 comment:

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)