বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
প্রদীপ সরকার
তুমি
কি শুনছ কবি?
"ওমা অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর
হাসি।"
তোমার এ কথা দিনান্তের খেজুর
রসের মতো বিষাক্ত মাদক হ'য়ে গেছে গুরুদেব,
এখন শেষ হেমন্তের হিমেল
হাওয়া
সরীসৃপের হিস্ হিস্ আর নপুংসকের আস্ফালনে ভরা
এখন অঘ্রাণে নবান্ন নয়, শবপোড়া গন্ধ ভাসে প্রতিদিন
বাংলাদেশের সোনা আর্সেনিকে বদলে নিয়েছে ওরা
সোনার বাংলা আজ দ্বিপদ পশুর মত্ত চারণভূমি।
আজ ফিরে এলে এ গান কি লিখতে তুমি?
যে রক্তে সবুজমাটি লাল হ'চ্ছে রোজ রোজ
সে রক্ত কার ওরা জানে কি?
ধর্মান্তরের ঘৃণা কি শরীরের
গন্ধ চেনা ভুলিয়ে দেয়
"আমরা ভাষায় এক, ভালবাসায় এক..."
পূর্বপুরুদের রক্তবাহী মানুষগুলোর?
"আজি এই রজনীর তিমিরফলকে
প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র-আলোকে..."
বিলুপ্তির চিত্রনাট্য, মহেঞ্জদরোর পথরেখা
লেখা হ'য়ে গেছে অর্বাচীন এক প্রজন্মের পাপে
তোমার সোনার বাংলার পথেপ্রান্তরে।
কবি এ খবর পেয়েছ কি তুমি?
কালো কাল | কবিতা
প্রদীপ সরকার
সরীসৃপের হিস্ হিস্ আর নপুংসকের আস্ফালনে ভরা
এখন অঘ্রাণে নবান্ন নয়, শবপোড়া গন্ধ ভাসে প্রতিদিন
বাংলাদেশের সোনা আর্সেনিকে বদলে নিয়েছে ওরা
সোনার বাংলা আজ দ্বিপদ পশুর মত্ত চারণভূমি।
আজ ফিরে এলে এ গান কি লিখতে তুমি?
সে রক্ত কার ওরা জানে কি?
"আমরা ভাষায় এক, ভালবাসায় এক..."
পূর্বপুরুদের রক্তবাহী মানুষগুলোর?
প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র-আলোকে..."
বিলুপ্তির চিত্রনাট্য, মহেঞ্জদরোর পথরেখা
লেখা হ'য়ে গেছে অর্বাচীন এক প্রজন্মের পাপে
তোমার সোনার বাংলার পথেপ্রান্তরে।
কবি এ খবর পেয়েছ কি তুমি?

No comments:
Post a Comment