বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
সুপ্তিতা কুন্ডু
হৈমন্তিক
প্রশ্নাঞ্জলী
এখনো কি মনে পড়ে— নিকোনো উঠোনে
নিঝুম দুপুরে মেলে রাখা
সুসিদ্ধ ধানের
পুরাতনী পরিভাষা?
একঝাঁক পায়রা কিংবা শালিখের
আচমকা নেমে আসা—
যেন বা সুযোগ বুঝেই
ওই যে বউটি, পিতলের কলশি কাঁখে
ফিরল ঘাটের থেকে—
চৌকাঠ জুড়ে থেকে গেল জল
পায়ে
লক্ষ্মীর ছাপ...
তার তাড়া খেল যেই পাখিদের দল;
উড়াল দিয়েই ডানা ঝটপটিয়ে
হিমেল হাওয়ায় দিল এক প্রশ্ন ভাসিয়ে—
আজও কি, হেমন্তর পরশ মেখেই নবান্ন আসে
তোমাদের গ্রামে, ঘরে— চিরাচরিত সাবেকি অথবা
মানানসই কোনো আধুনিক
পটচিত্রের বেশে?
নবান্ন | কবিতা
সুপ্তিতা কুন্ডু
পুরাতনী পরিভাষা?
যেন বা সুযোগ বুঝেই
ফিরল ঘাটের থেকে—
লক্ষ্মীর ছাপ...
হিমেল হাওয়ায় দিল এক প্রশ্ন ভাসিয়ে—
তোমাদের গ্রামে, ঘরে— চিরাচরিত সাবেকি অথবা

No comments:
Post a Comment