বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
বিবেক পাল
নবান্নে
সন্ধ্যার কাঁধে ভর দিয়ে ক্রমে
আঁধার নামে
ঘুমহীন বিষণ্ণ রাত, আমাদের—
তৃষিত বুকে শিশিরের শব্দ।
হিমেল হাওয়ায় জেগে ওঠে ভোর
আলপনা বিহীন উঠোন,
উষ্ণতা বিহীন এ'জীবন।
শৈশব থেকে যৌবন কেটেছে আলপথে
পৃথিবীর ঘর বারান্দা উঠোন
আজও ঘনঘোরে আঁধারে।
হলুদের আলপথে বিষাক্ত
শঙ্খচূড়—
পুকুর পাড়ের হিজল গাছে চাঁদ ঘুমিয়ে পড়ে।
নবান্নের ধান এলো না ঘরে—
কুলুঙ্গিতে
জব-কার্ডে উই ধরে—
নবান্ন | কবিতা
বিবেক পাল
ঘুমহীন বিষণ্ণ রাত, আমাদের—
তৃষিত বুকে শিশিরের শব্দ।
আলপনা বিহীন উঠোন,
পৃথিবীর ঘর বারান্দা উঠোন
আজও ঘনঘোরে আঁধারে।
পুকুর পাড়ের হিজল গাছে চাঁদ ঘুমিয়ে পড়ে।
নবান্নের ধান এলো না ঘরে—

No comments:
Post a Comment