বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
আবদুস সালাম
বিপন্ন
মানচিত্র
বিপন্ন মানচিত্রের পাশ দিয়ে
হেঁটে চলেছি রোজ
নিষ্পাপ নদী বারুদ-গন্ধী বাতাসে বেসামাল
সীমান্তের ওপারে আর্তেরা লেখে উপন্যাস
নরম বাতাসে ভাসে রক্তাক্ত লাশের গন্ধ
এপারে-ওপারে
রক্তচক্ষু প্রতিবেশী
কাঁটাতারের বেড়ায় রোজ স্বপ্ন আটকে যায়
প্রতিদিন এখানে হৃদয়ের মরণ হয় তবুও
বিপন্ন মানচিত্রের পাশ দিয়ে হেঁটে চলেছি রোজ
নতুন সূর্য এখানে প্রতিদিন
ওঠে
নতুন দিন আর্তের বিধ্বস্ত ছায়া ফেলে
নির্মাণ ভেঙে যায় বারবার
মেঘেরা ঢেকে দেয় আকাশ
শ্বেত পায়রা ওড়াবার লোক খুঁজে পাচ্ছি কই
কালো কাল | কবিতা
আবদুস সালাম
নিষ্পাপ নদী বারুদ-গন্ধী বাতাসে বেসামাল
সীমান্তের ওপারে আর্তেরা লেখে উপন্যাস
নরম বাতাসে ভাসে রক্তাক্ত লাশের গন্ধ
কাঁটাতারের বেড়ায় রোজ স্বপ্ন আটকে যায়
প্রতিদিন এখানে হৃদয়ের মরণ হয় তবুও
বিপন্ন মানচিত্রের পাশ দিয়ে হেঁটে চলেছি রোজ
নতুন দিন আর্তের বিধ্বস্ত ছায়া ফেলে
নির্মাণ ভেঙে যায় বারবার
শ্বেত পায়রা ওড়াবার লোক খুঁজে পাচ্ছি কই

No comments:
Post a Comment