বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
সমাদৃত দাস
সময়ের
প্রতিবাদ
আমরা এখন অদ্ভুত সময়ের মধ্যে
যাচ্ছি
সময়টা এখন তীক্ষ্ম
প্রতিবাদের ভাষা মন্থর
আনন্দের ঢেউয়ে বিষাদের স্তূপ
ক্ষত-বিক্ষত হৃদয়ে ক্রমাগত বেজে চলেছে
পাশ কাটিয়ে যাওয়ার অনুভূতির দহন
বহুরূপী সেজে চেনা ভিড়ে মিশে যাচ্ছে শয়তান
সব শয়তানকে চেনা যায় না
শয়তানরা নিস্তব্ধতাকে লঙ্ঘন করে
তারা পৃথিবীর সুখ বিষাদ করে
তিলে তিলে শেষ করতে চায় পৃথিবীকে
মানুষের ভিড়ে মিশে মানুষের
ক্ষতি
এদের কাছে আদালত তুচ্ছ
সাধারণ মানুষ বিচারের আশায়
তারপর
সময় হুহু করে বয়ে যায়
প্রতিফলনের মাঝে ফিরে আসে কালো কাল!
কালো কাল | কবিতা
সময়টা এখন তীক্ষ্ম
প্রতিবাদের ভাষা মন্থর
আনন্দের ঢেউয়ে বিষাদের স্তূপ
ক্ষত-বিক্ষত হৃদয়ে ক্রমাগত বেজে চলেছে
পাশ কাটিয়ে যাওয়ার অনুভূতির দহন
বহুরূপী সেজে চেনা ভিড়ে মিশে যাচ্ছে শয়তান
শয়তানরা নিস্তব্ধতাকে লঙ্ঘন করে
তিলে তিলে শেষ করতে চায় পৃথিবীকে
এদের কাছে আদালত তুচ্ছ
প্রতিফলনের মাঝে ফিরে আসে কালো কাল!

No comments:
Post a Comment