বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
বিকাশ চন্দ
মানুষের
দেয়ালে জাগে হাড় হিম আর্তনাদ
আগুন নেই তবুও গলে পড়ছে
মস্তিষ্কের উত্তপ্ত ঘি
বন্ধ্যাসময়ের কারিগর গিলে ফেলছে মাথা থেকে পা অবধি
পুবের আকাশে জমাট মেঘে ঢেকে গেছে প্রকৃতির রোদ
নিরিবিলি সহজাত ঔদার্যবোধ জড়িয়ে ধরেছে অপ্রকৃতিস্থ বিলাস
সহিংস মৌলবাদ বোঝে যতটা
মধ্যযুগের নিকষ কালো আঁধার
বোঝে কি রক্তের তরঙ্গে আত্মার টান
শিরায় শিরায় প্রাণের উজান
আগুনের হলুদ শিখা যতটা মৃত্যুর হিংস্রতা বোঝে
সেভাবেই ঝলসে দিচ্ছে বিদ্বেষে পারস্পরিক প্রাণের ছন্দ
অস্থির স্মৃতির উজানে কোথায়
আত্মহারা ভালবাসা
একই আগুনে একসাথে হাত সেঁকে শীতের উষ্ণতা খোঁজা
কী পেয়েছ নিষ্পাপ শরীরের দহনে পোড়া ছালে
আমাদের শরীরী শিরা শেকড় পুড়ছে সোনার বাংলায়
অন্ধকারে গর্ভফুলে ওঠে অনাগত
ভয়ার্ত
কালো কাল | কবিতা
বিকাশ চন্দ
বন্ধ্যাসময়ের কারিগর গিলে ফেলছে মাথা থেকে পা অবধি
পুবের আকাশে জমাট মেঘে ঢেকে গেছে প্রকৃতির রোদ
নিরিবিলি সহজাত ঔদার্যবোধ জড়িয়ে ধরেছে অপ্রকৃতিস্থ বিলাস
বোঝে কি রক্তের তরঙ্গে আত্মার টান
শিরায় শিরায় প্রাণের উজান
আগুনের হলুদ শিখা যতটা মৃত্যুর হিংস্রতা বোঝে
সেভাবেই ঝলসে দিচ্ছে বিদ্বেষে পারস্পরিক প্রাণের ছন্দ
একই আগুনে একসাথে হাত সেঁকে শীতের উষ্ণতা খোঁজা
কী পেয়েছ নিষ্পাপ শরীরের দহনে পোড়া ছালে
আমাদের শরীরী শিরা শেকড় পুড়ছে সোনার বাংলায়
তীক্ষ্ণ তলোয়ার ভেবে মূঢ় নাবিক ধরে আছে ভাঙা নৌকার হাল
যারা দেখেছিল মানুষের শরীরে জন্তুর জিঘাংসা
তারাও জানে ইতিহাস বদলে ভাগ বসাবে শ্রমের ফসলে
আর কতো জয়োৎসবে খেসারত দেবে মানুষ মন্দির মসজিদ
মৃত্যু আঁচড় কাটে মানুষের দেয়ালে জাগে হাড় হিম আর্তনাদ

No comments:
Post a Comment