বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
বিধাত্রী চট্টোপাধ্যায়
ধর্ম
যখন নির্বিকার
অস্ত্র হাতে ধর্ম যদি
ঝাঁপিয়ে পড়ে সম্মুখে—
উপড়ানো জিভ, থ্যাঁতলানো ঠোঁট বলবে কথা কোন মুখে?
নিষ্ঠুরতা মজ্জাগত—আজন্মের এক
অভ্যাসে,
হত্যালীলায় হাসছে তারা
জল্লাদেরই উচ্ছ্বাসে।
লুঠতরাজে কুণ্ঠিত নয় যাদের
হৃদয় কিংবা মন,
পশুর থেকেও অধম তারা—শেখেনি
আত্মসংশোধন।
ধর্ম যদি অন্ধ হয়ে ইতস্তত দেয় সে লাফ,
থমকিয়ে যায় সময় তখন—হয়তো
তারও মন খারাপ।
হিংসা-খুনের অংশীদারে ধর্ম
যদি ঘাতক হয়,
তবে সেটা আতঙ্ক তো—তার বেশি
আর কিছুই নয়।
নীল আকাশে উড়ছে শকুন, ভাগাড়েতে দৃষ্টি তার;
ভূলুণ্ঠিত মনুষ্যত্ব—ধর্ম তবু
নির্বিকার।
কালো কাল | কবিতা
বিধাত্রী চট্টোপাধ্যায়
উপড়ানো জিভ, থ্যাঁতলানো ঠোঁট বলবে কথা কোন মুখে?
ধর্ম যদি অন্ধ হয়ে ইতস্তত দেয় সে লাফ,
নীল আকাশে উড়ছে শকুন, ভাগাড়েতে দৃষ্টি তার;

চমৎকার!
ReplyDeleteঅশেষ ধন্যবাদ। আপনার বার্তা বিধাত্রীকে উৎসাহিত করল।
Deleteখুব সুন্দর লেখা 👍
ReplyDeleteঅশেষ ধন্যবাদ।
Delete