বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
চৈতালী চট্টোপাধ্যায়
ধ্বংস
প্রতিবেশী রাষ্ট্র থেকে উড়ে
এসে আরশিতে রক্ত লেগেছে, আমার ঘরের।
প্রতিবেশী দেশ থেকে কান্না আসে। ভেঙে-পড়া তানপুরা, সুর ও মূর্ছনা ভেসে আসে।
এমনকি, সদ্যোজাত শিশুটিরও গায়ে দেখি, বর্ডার পার হয়ে ছুটে-আসা, টাটকা মৃত্যু লেগে গেছে!
গান তো কালজয়ী! কোনো হিংসা
দিয়ে তাকে ছিন্নবিচ্ছিন্ন করা যাবে না
কালো কাল | কবিতা
চৈতালী চট্টোপাধ্যায়
প্রতিবেশী দেশ থেকে কান্না আসে। ভেঙে-পড়া তানপুরা, সুর ও মূর্ছনা ভেসে আসে।
এমনকি, সদ্যোজাত শিশুটিরও গায়ে দেখি, বর্ডার পার হয়ে ছুটে-আসা, টাটকা মৃত্যু লেগে গেছে!

অপূর্ব অভিব্যক্তি
ReplyDeleteভালো লেগেছে ।
ReplyDelete