বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
আশিসরঞ্জন নাথ
ঘাতক
মানুষ নৃশংসভাবে মরছে মানুষের
হাতে
বন্য হিংস্র জন্তু অবাক হয়ে দাঁড়িয়ে দেখে
মানুষ আজ কত বড় ঘাতক মানুষের!
শিক্ষা সভ্যতা সব কিছুকে
লজ্জার কাছে সঁপে দিয়ে
মানুষ মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে।
অত্যুৎসাহীরা হাতের মুঠোর যন্ত্র দিয়ে ভিডিও করছে।
জল্লাদদের উল্লাসে আকাশ বাতাস কাঁপছে।
শেয়াল শকুনেরা অবিশ্বাস্য
চোখে দেখে
এমন বিষদৃশ্য জন্মেও দেখেনি।
শকুন ভাবে আজ সন্তানদের ভুরি ভোজ হবে।
শেয়াল আসন্ন উৎসবের প্রহর গোনে।
কালো কাল | কবিতা
আশিসরঞ্জন নাথ
বন্য হিংস্র জন্তু অবাক হয়ে দাঁড়িয়ে দেখে
মানুষ আজ কত বড় ঘাতক মানুষের!
মানুষ মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে।
অত্যুৎসাহীরা হাতের মুঠোর যন্ত্র দিয়ে ভিডিও করছে।
জল্লাদদের উল্লাসে আকাশ বাতাস কাঁপছে।
এমন বিষদৃশ্য জন্মেও দেখেনি।
শকুন ভাবে আজ সন্তানদের ভুরি ভোজ হবে।
শেয়াল আসন্ন উৎসবের প্রহর গোনে।

No comments:
Post a Comment