বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
উজ্জ্বল পায়রা
রক্ত
লেগেছে ওদের ও চোখে
একবার মন্দিরে যাও
একবার মসজিদে
একবার ভগবানের চোখে চোখ রাখো
একবার আল্লার দিকে
দেখো কত রক্ত লেগেছে ওদের
শরীরে
ওদেরও চোখ বেয়ে নামছে রক্তাক্ত অশ্রু
কত করুণা ছিল সে চোখে
সন্তানের জন্য
মমতার আদর ছিল সে চোখের ভাষায়
ধরার বুকে প্রথম যেদিন
জেগেছিল জীবনের সুর
ছিল কি সেদিন ধর্মের নামে রক্তের পরিচয়?
বেদ-কোরান ছিল কি সেদিন
আদিম-মানব হাতে
ভাগের খেলায় ছিল কি সেদিন ভগবান-আল্লার নাম?
আজ তবে কেন এত রেষারেষি?
কেন এত খুনোখুনি, ভেদাভেদ?
একবার মন্দিরে যাও
একবার মসজিদেও
একবার ভগবানের চোখে চোখ রাখো
একবার আল্লার দিকেও—
দেখো আজ বড় অসহায় করুণ সে চোখ
আজ বড় ঘৃণা সে চোখের বিদ্যুতে
সে চোখের ভাষা বোঝ কি তোমারা
যারা রক্ত মেখে খেলছ সিঁদুর খেলা?
কালো কাল | কবিতা
উজ্জ্বল পায়রা
একবার মসজিদে
একবার আল্লার দিকে
ওদেরও চোখ বেয়ে নামছে রক্তাক্ত অশ্রু
মমতার আদর ছিল সে চোখের ভাষায়
ছিল কি সেদিন ধর্মের নামে রক্তের পরিচয়?
ভাগের খেলায় ছিল কি সেদিন ভগবান-আল্লার নাম?
একবার মসজিদেও
একবার আল্লার দিকেও—
আজ বড় ঘৃণা সে চোখের বিদ্যুতে
যারা রক্ত মেখে খেলছ সিঁদুর খেলা?

No comments:
Post a Comment