বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
সপ্তর্ষি বসু
অনাসৃষ্টি
অন্ধকার আলোকে প্ররোচিত করে
আলোর পিতা আগুন
আগুনে ছারখার হয়ে যায় সৃষ্টি
সৃষ্টিকে ছারখার করে দেয় আগুন
এটাই সত্য. এটাই তত্ত্ব. এটাই যথার্থ.
কিন্তু জীবন্ত আগুনকে পুড়িয়ে
দিতে পারে
আলোর উৎসমুখ নিবিয়ে দিতে পারে
ছিন্নভিন্ন করতে পারে সভ্যতার দীপ্তি
এমন অন্ধকারের খবর ক'জন রাখত!
কালো কাল | কবিতা
সপ্তর্ষি বসু
আলোর পিতা আগুন
আগুনে ছারখার হয়ে যায় সৃষ্টি
সৃষ্টিকে ছারখার করে দেয় আগুন
এটাই সত্য. এটাই তত্ত্ব. এটাই যথার্থ.
আলোর উৎসমুখ নিবিয়ে দিতে পারে
ছিন্নভিন্ন করতে পারে সভ্যতার দীপ্তি
এমন অন্ধকারের খবর ক'জন রাখত!

No comments:
Post a Comment