বাতায়ন/কালো কাল/ছড়া/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | ছড়া
দিলীপ কুমার পাত্র
নিন্দা
শুধু বাড়ে
দগ্ধ করা, হত্যা করা
অমানুষের কর্ম
অসভ্য সব বর্বরের দল
তাদের না কী ধর্ম?
জাতের নামে নোংরামিতে
ডুবে তারা মরে
উন্মত্ত সব আঘাত হানে
অসহায়ের ঘরে।
মানবতা মূল্যবোধটা
শিকেয় তুলে রাখে
বিশ্ববাসী তাদের দেখে
লজ্জাতে মুখ ঢাকে।
দেশের নামও ক্ষুণ্ণ করে
জাতির করে ক্ষতি
পাপের ডালে হলে ভারী
ফেরে কি আর মতি।
বিচার বিনা নরখাদক
জীবন কত কাড়ে!
মৌলবাদে বিশ্বজুড়ে
নিন্দা শুধু বাড়ে।
কালো কাল | ছড়া
দিলীপ কুমার পাত্র
অমানুষের কর্ম
অসভ্য সব বর্বরের দল
তাদের না কী ধর্ম?
ডুবে তারা মরে
উন্মত্ত সব আঘাত হানে
অসহায়ের ঘরে।
শিকেয় তুলে রাখে
বিশ্ববাসী তাদের দেখে
লজ্জাতে মুখ ঢাকে।
জাতির করে ক্ষতি
পাপের ডালে হলে ভারী
ফেরে কি আর মতি।
জীবন কত কাড়ে!
মৌলবাদে বিশ্বজুড়ে
নিন্দা শুধু বাড়ে।

No comments:
Post a Comment