বাতায়ন/কবিতাণু/১ম
বর্ষ/১২তম সংখ্যা/১৫ই আষাঢ়, ১৪৩০
কবিতাণু
অজয় দেবনাথ
[চারটি টুকরো কবিতা]
আবিষ্কার
সুন্দরী রমণী ঢেউ তুলে কাছে ডাকে
তার পর… সয়ে গেলে
আবরু খোঁজে মন, খোঁজে রূপে-রসে স্নিগ্ধ রহস্য…
মিলন
দুই বাল্যবন্ধু বিবর্ণ বয়সে
ছেলেবেলার আবেগে অমলিন…
দু’জনেই বলতে চায়
না-বলা কথারা বসেই থাকে…
মোহ
মায়ার দর্পণ মুখ রক্ষা করে
মায়া ভাঙলে কেবল তখনই
মুখোশ খসে পড়ে।
ঋতু
নবপল্লব খিলখিল করে খুশির কথাই বলে…
পর্ণমোচী মাত্রেই জানে
কতটা হতাশা বুকে একটা একটা পত্র ঝরে পড়ে !
ছেলেবেলার আবেগে অমলিন…
না-বলা কথারা বসেই থাকে…
মুখোশ খসে পড়ে।
কতটা হতাশা বুকে একটা একটা পত্র ঝরে পড়ে !
খুব সুন্দর কবিতাগুচ্ছ। খুব ভালো লাগল।
ReplyDeleteঅজস্র ধন্যবাদ আপনাকে।
Deleteখুব সুন্দর কবিতা❤️🙏
Deleteভালো
Deleteধন্যবাদ
Deleteঅল্প কথায় অনেক কথা।
ReplyDeleteঅনেক ধন্যবাদ বন্ধু।
Deleteবাঃ খুব সুন্দর।
ReplyDeleteতমালিকা।
তোমাকে অনেক ধন্যবাদ তমালিকা। শুভেচ্ছা নিয়ো।
Deleteঅন্তর্লীন গভীরতা সত্যি ভাবায়। ...দেবীকা।
ReplyDeleteতুই ভেবেই যা দেবীকা।
Deleteভালো লাগলো
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ। শুভেচ্ছা জানাই।
Deleteমিলন কবিতাটা আমার বেশী ভাল লাগল। ...প্রেমা।
ReplyDeleteধন্যবাদ।
Deleteতোমার কবিতা সবসময় হৃদয় ছুঁয়ে যায়,খুব সুন্দর কবিতা গুচ্ছ! ভালো থেকো সুস্থ থেকো🌿❤️
ReplyDeleteভাল লেগেছে জেনে ভাল লাগল, শুধু যদি পরিচয়টুকু জানতে পারতাম।
Deleteঅপূর্ব হয়েছে স্যার
ReplyDeleteধন্যবাদ তোমাকে। সম্ভবত আন্দাজ করতে পারছি তোমাকে, নিজের পরিচয়টুকু রেখো ভবিষ্যতে, আমার আরো ভাল লাগবে।
Deleteপ্রতিটিই ভালো লাগলো। কমবেশি নির্ণয় করা সত্যি মুশকিল। কবিকে শুভেচ্ছা।
ReplyDeleteআপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই বন্ধু। আপনার পরিচয় পেলে খুশি হতাম।
Delete