বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১২তম সংখ্যা/১৫ই আষাঢ়,
১৪৩০
কবিতা
সোমা পালিত ঘোষ
কাগজের নৌকো
…ঠিক তখনই তুমিও পায়ে
পায়ে
গদ্যময় কৌমুদী শরীরী সূত্র।
ঘাটের পেটে পিছল
শ্যাওলার ঘ্রাণ মাছেরা চেটেপুটে খায় — নৌকোর মাস্তুল চোখ বুজে আরাম গোনে।
হুড়মুড়িয়ে বাড়ির
ভেতরে ঢুকে পড়ে চাঁদ আলো — ছায়াদের দিব্যি কেটে কারা যেন ব্যাগ দুলিয়ে বেরিয়ে
পড়ে।
এসবের পরোয়া না করে ভোরের আলো বেড়ে দাও তুমি অসমাপ্ত মায়াবেশে…
গদ্যময় কৌমুদী শরীরী সূত্র।
এসবের পরোয়া না করে ভোরের আলো বেড়ে দাও তুমি অসমাপ্ত মায়াবেশে…
খুব ভালো লাগলো। ধন্যবাদ।
ReplyDelete