বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
শিশির আজম
মশা
বিদ্রোহ
দয়া করে ঐ মশাদের সঙ্গে আপনি
বসুন মিস্টার প্রেসিডেন্ট
কী চায় ওরা
কী অভিযোগ
কীসের আক্রোশ
খোলা মনে জানতে চান
হ্যাঁ
আপনি শুরু করতে পারেন উপযুক্ত মশকনিধন অভিযান
জীবজগতে অতি নিম্নবর্গীয় এই মশার বংশ বিস্তার রোধে কী করণীয়
এ ব্যাপারে মশা মন্ত্রণালয়কে যথাযথ নির্দেশনা দিতে
আপনি পারেন
ওদের ওপর আপনি ছড়িয়ে দিতে পারেন বিষাক্ত পারমেথ্রিন
কিন্তু
জেনে রাখুন ওদের আপনি মারতে পারবেন না
মেরে শেষ করতে পারবেন না
দয়া করে কথা বলুন ওদের সঙ্গে
ওদেরে তো খিদে অসুখ যন্ত্রণাবোধ থাকতে পারে
হ্যাঁ খিদে
অসুখ
যন্ত্রণাবোধ
কালো কাল | কবিতা
শিশির আজম
কী চায় ওরা
কী অভিযোগ
কীসের আক্রোশ
খোলা মনে জানতে চান
হ্যাঁ
আপনি শুরু করতে পারেন উপযুক্ত মশকনিধন অভিযান
জীবজগতে অতি নিম্নবর্গীয় এই মশার বংশ বিস্তার রোধে কী করণীয়
এ ব্যাপারে মশা মন্ত্রণালয়কে যথাযথ নির্দেশনা দিতে
আপনি পারেন
ওদের ওপর আপনি ছড়িয়ে দিতে পারেন বিষাক্ত পারমেথ্রিন
কিন্তু
জেনে রাখুন ওদের আপনি মারতে পারবেন না
মেরে শেষ করতে পারবেন না
দয়া করে কথা বলুন ওদের সঙ্গে
ওদেরে তো খিদে অসুখ যন্ত্রণাবোধ থাকতে পারে
হ্যাঁ খিদে
অসুখ
যন্ত্রণাবোধ

No comments:
Post a Comment