বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
মহঃ মহসিন হাবিব
সহমরণ
মোবাইল হাতে উদ্যত তৌহিদী
জনতা
ভাইরাল উল্লাসে পোড়াচ্ছে হিন্দুর লাশ।
রাজপথে জাহেল নিধনের অমনিবাস
আগুনের ফুলকিতে নির্লজ্জ মানবিকতা।
ভাইয়ের রক্তে বর্বরতার প্রেমকাহিনি
অন্ধকারে নিমজ্জিত ইসলামের উদার বাণী!
সহমরণের নতুন ফাঁদে আটকে সংখ্যালঘু
প্রাণ
রক্তের হোলি উৎসবে মাতোয়ারা মৌলবাদী গান।
কালো কাল | কবিতা
মহঃ মহসিন হাবিব
ভাইরাল উল্লাসে পোড়াচ্ছে হিন্দুর লাশ।
রাজপথে জাহেল নিধনের অমনিবাস
আগুনের ফুলকিতে নির্লজ্জ মানবিকতা।
ভাইয়ের রক্তে বর্বরতার প্রেমকাহিনি
অন্ধকারে নিমজ্জিত ইসলামের উদার বাণী!
রক্তের হোলি উৎসবে মাতোয়ারা মৌলবাদী গান।

No comments:
Post a Comment