বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
যাদব দাস
হত্যাকারী
শৈশবস্মৃতির একটা পৃষ্ঠা
উল্টে গেল এলোকেশী হাওয়ায়
কীটদ্রষ্ট অক্ষরের শীর্ণ অবয়ব উৎকীর্ণ একটা হলুদ পাতায়
চশমার ধুলো মুছে চোখ এগিয়ে নিই হলুদ পৃষ্ঠার চোখে
একলপ্তে বর্ণগুচ্ছ জেগে উঠে বলে,
ওই যে স্বচ্ছ টলটলে জল বয়ে
যাচ্ছে ঈর্ষাহীন
ধর্ম হল তাই — স্বচ্ছ অনন্ত অন্তঃসলিলা
মানুষের ভিতর থেকে অহং চুরমার করে
মানুষের ভিতরের জন্তুটাকে উপড়ে ফেলে এক লহমায়
সমস্ত কালোর ভিতর জ্বেলে দেয় শুভ্র আলোর দীপ।
অথচ আমার চোখের ভিতর বয়ে
যাচ্ছে আমারই ভায়ের রক্ত
ক্রমশ পাগল হয়ে যাচ্ছি রক্ত দেখে দেখে
একটা মানুষকে জ্যান্ত পোড়ানো হচ্ছে ঢাকঢোল পিটিয়ে
আর কতগুলো মানুষ সোল্লাসে মুঠোফোনে ধরে রাখছে সেই দৃশ্য
নিজের হৃদযন্ত্রের কাছে কান রেখে অনুভব করার চেষ্টা করি
আমি কি এখনও জীবিত?
যদি প্রাণ থেকে শরীরে, যদি মন থাকে প্রাণে
তবে এখনই, এক মুহূর্ত নষ্ট না করে, দীপ্রকণ্ঠে বলি
ধর্মই হত্যাকারী।
কালো কাল | কবিতা
যাদব দাস
কীটদ্রষ্ট অক্ষরের শীর্ণ অবয়ব উৎকীর্ণ একটা হলুদ পাতায়
চশমার ধুলো মুছে চোখ এগিয়ে নিই হলুদ পৃষ্ঠার চোখে
একলপ্তে বর্ণগুচ্ছ জেগে উঠে বলে,
ধর্ম হল তাই — স্বচ্ছ অনন্ত অন্তঃসলিলা
মানুষের ভিতর থেকে অহং চুরমার করে
মানুষের ভিতরের জন্তুটাকে উপড়ে ফেলে এক লহমায়
সমস্ত কালোর ভিতর জ্বেলে দেয় শুভ্র আলোর দীপ।
ক্রমশ পাগল হয়ে যাচ্ছি রক্ত দেখে দেখে
একটা মানুষকে জ্যান্ত পোড়ানো হচ্ছে ঢাকঢোল পিটিয়ে
আর কতগুলো মানুষ সোল্লাসে মুঠোফোনে ধরে রাখছে সেই দৃশ্য
নিজের হৃদযন্ত্রের কাছে কান রেখে অনুভব করার চেষ্টা করি
আমি কি এখনও জীবিত?
তবে এখনই, এক মুহূর্ত নষ্ট না করে, দীপ্রকণ্ঠে বলি
ধর্মই হত্যাকারী।

No comments:
Post a Comment