প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নবান্ন | আমরা ভাল, ওরা খারাপ

  বাতায়ন/নবান্ন/ সম্পাদকীয় /৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ ,   ১৪৩২ নবান্ন | সম্পাদকীয়   আমরা ভাল, ওরা খারাপ "স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলা ...

Thursday, January 1, 2026

আসছে খুশির নবান্ন | সঞ্জয় বৈরাগ্য

বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
সঞ্জয় বৈরাগ্য
 
আসছে খুশির নবান্ন
 
সোনালি ধানে ভরেছে খেত
বাতাসে পাকা ধানের মিষ্টি গন্ধ,
হিমেল হাওয়ায় দুলছে ভারী
আহা! আকাশে-বাতাসে কী আনন্দ।
 
চাষিভাইদের মনে খুশির ঢেউ
পাকা ধান কাটার লেগেছে তাড়া,
আসছে নবান্ন উৎসব
গ্রাম থেকে গ্রামে, পড়েছে সাড়া।
 
কার্তিকে সংক্রান্তির শুভ দিনে
নতুন ধানে হবে মহালক্ষ্মীর আরাধনা,
ধুপ-দীপ, শঙ্খধ্বনিতে মুখরিত গ্রাম
মা লক্ষ্মীর চরণে আশীর্বাদ প্রার্থনা।
 
এই খুশির নবান্ন উৎসবে
ভরবে চাষিভাইদের জীবন নবছন্দে,
সারা বছরের উপার্জন ঘরে তুলে
মাতবে তারা হাসি-আনন্দে।
 

No comments:

Post a Comment

২০২৬-এর নতুন সূর্য


Popular Top 10 (Last 7 days)