প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Friday, March 14, 2025

পর্ণাকে বিজীত | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী


 

বাতায়ন/রং/যুগলবন্দি/২য় বর্ষ/২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | যুগলবন্দি | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী
অজয় দেবনাথ
 
পর্ণাকে বিজীত

"দোলে রং খেলো এখনও? রং খেলে ভূত সাজো? থুরি ভূত না পেত্নি। আমি আর ভূত সেজে রং খেলি না, কার সঙ্গে খেলব? আমার রাধিকা কবেই চলে গেছে আমাকে ছেড়ে। ইচ্ছা করে না আর।"

"কী সাংঘাতিক মন কেমন করা একটা ঋতু এই বসন্ত। তার ওপর তোমার চিঠি হাতে। এ তো শুধু হাতে লেখা কয়েকটা কথা নয় যেন তুমিও এসে বসেছ পাশের চেয়ারে।"
 
পর্ণা,
 
হঠাৎ আগাম চিঠি পেয়ে অবাক হলে? আমিও কম অবাক হইনি। আসলে তোমার শেষ চিঠিতে নতুন করে অবাক করলে আমায়, তাও এতদিন পরে। সত্যি মেয়েরাই বোধহয় পৃথিবীর অষ্টম আশ্চর্য!

ধূসর জমিন | মোহন রায়হান

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
মোহন রায়হান
 
ধূসর জমিন
 
কোথাও দাঁড়াতে পারছি না
যে মাটিতেই পা রাখি চোরাবালি
সরে সরে যায় ধূসর জমিন!
দুরন্ত অশ্বের খুর ডুবে যায় গহিন মরীচিকায়
প্রখর সূর্যের অগ্নি নিভে যায় চিরায়ত অন্ধকারে।

মোবাইল | মঙ্গলেশ ডবরালের কবিতা ভাষান্তরে ফটিক চৌধুরী

বাতায়ন/রং/অনুবাদ কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | অনুবাদ কবিতা
 
মঙ্গলেশ ডবরালের কবিতা ভাষান্তরে ফটিক চৌধুরী
 
মোবাইল
 
[কবি পরিচিতি: জন্ম ১৬ মে, ১৯৪৮, তিহরি গঢ়বাল, উত্তরাখণ্ড। হিন্দি ভাষার একজন বিশিষ্ট কবি ও সাংবাদিক। 'জনসত্তা', 'হিন্দি পেট্রিয়ট', 'পূর্বাভাস' প্রভৃতি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। "হম যো দেখতে হ্যাঁয়" কাব্যগ্রন্থটি ২০০০ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পায়। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে কয়েকটি: "পহাড় পর লালটেন", "ঘর করা রাস্তা", "কবি কা অকেলাপন"। ২০২০ সালের ৯ ডিসেম্বর মাত্র ৭২ বছর বয়সে কোভিডে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়]
 
মোবাইল
 
তারা গলায় পরে সোনার মোটা চেন
কোমরে বাঁধে চওড়া বেল্ট 
এবং মোবাইলে কথা বলে

এসো… | অজয় দেবনাথ

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
অজয় দেবনাথ
 
এসো…
 
এসো তুমি যুবতী হরিণী
চকিত চাহনি মেলে চমকে বেড়াও
শিশিরস্নাত সদ্য ফোটা পাপড়ি
                আর হৃদয়ে
                হৃদয় মিশিয়ে কস্তুরীগন্ধা…

বসন্ত ও অন্যান্য | দেবযানী মহাপাত্র

বাতায়ন/রং/কবিতাণু/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাণু
দেবযানী মহাপাত্র
 
বসন্ত ও অন্যান্য
 
বসন্ত
 
বসন্তের কুয়াশা অতিথির মতো
আচ্ছন্ন করে রাখে পাতা
কুন্ঠিত হয় অরণ্যের ছায়া
প্রকৃতির নিয়ম মেনে যখন
একটু একটু ধূসর হয় সবুজ, 
বাসস্থান-সঙ্কটে উড়ে যায় পাখি, পতঙ্গ
প্রতিটি গাছ যথারীতি নিঃসঙ্গ ও অবুঝ।

মায়ানগরী | জয়িতা বসাক

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
জয়িতা বসাক
 
মায়ানগরী

একটা মুছে যাওয়া ঘোলা বিকেলকে 
অতর্কিতে রাঙিয়ে তোলা যায়
বিন্দু বিন্দু আলোর ফাল্গুনী রঙে;
জীর্ণ শাখা-প্রশাখার শরীরে শরীরে
বোনা যায় শিমুলের সোহাগী লাল আদর

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)