শারদ | কবিতা
অমিতাভ গুপ্ত
চোখের জলের মতো স্মৃতিকে কি
মুছে ফেলা যায়
সারারাত আকাশে আকাশে ফোটে
নক্ষত্রের জুঁইফুল, চাঁপার কুঁড়ির
উল্কারা
দিকে ও দিগন্তে ঝরে পড়ে
তাদের মথিত ঘ্রাণ তোমারই
চয়নে। জানি তোমাকে কখনো
বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয় উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...
চোখের জলের মতো স্মৃতিকে কি
মুছে ফেলা যায়
সারারাত আকাশে আকাশে ফোটে
নক্ষত্রের জুঁইফুল, চাঁপার কুঁড়ির
উল্কারা
দিকে ও দিগন্তে ঝরে পড়ে
তাদের মথিত ঘ্রাণ তোমারই
চয়নে। জানি তোমাকে কখনো
একশোভাগ প্রকৃতি
যে কথা সমুদ্র জানে, সে কথা জানে না কোন নদী
কেন-না জানার কথা
নয়
একটি দ্বিধাকম্পিত দিন থমকে
দাঁড়ালো
আমাদের মাঝখানে
কিছু কি চেয়েছি, বলো
নির্জন নদীতীরে রাশি রাশি
কাশফুল দোলে
তারা কিছু চায়?
প্রান্তরের একলা অশ্বত্থতরুটি
শুধু সাক্ষী থাকে তার
যে-কোনো সচেতন মানুষ মাত্রেই জানেন, অনেক সময়ই ঘুমের মধ্যে মনে হয় ঘুম আসছে না, জেগেই কাটাতে হবে আজ। অথচ মানুষটি দিব্যি ঘুমোচ্ছিলেন কিন্তু তার চেতনায় জেগে থাকার অনুভূতি। ঘুম থেকে উঠে গা ম্যাজম্যাজ, ঘুমঘুম ভাব। বোধহয় ব্রেনে অক্সিজেন সাপ্লাইয়ের প্রবলেম, ডাক্তাররা আরও ভাল বলতে পারবেন।
প্রকৃতি যেভাবে পেতে রাখে নরম ঘাসের চাদর কঠিন মাটির বুকে, আমিও সেভাবেই ঢেকে রাখি আমার যা কিছু। তোমার চলার আঘাতে যেমন ওরা নুয়ে পড়ে মাটিতে, আমিও তেমন সহ্য করি তোমার সকল অস্বাভাবিকতা। হ্যাঁ আমার আর রূপসার যাপনের কথা...