প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

মুনিয়াকে বিজিত | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী

  বাতায়ন /যুগলবন্দি /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | যুগলবন্দি |   অজয় দেবনাথ ও  ...

Saturday, April 15, 2023

ঠিক তখনই । চন্দ্রাবলী ব্যানার্জী



প্রথম বর্ষ/প্রথম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩০

কবিতা
চন্দ্রাবলী ব্যানার্জী
ঠিক তখনই


ফুরিয়ে গিয়েও শুরু হত
আগের মতো
নতুন করে
স্বপ্ন ঘোরে।

থাকতে যদি পাশাপাশি
বানভাসি
অন্তঃপুরে
তোমার সুরে।

হঠাৎ পাওয়ায় মন খারাপি
সুখের ঝাঁপি
পেলাম বুঝে
অনেক খুঁজে।

খুব আবেগী স্বপ্ন দেখি
চোখে আঁকি
তোমায় ছুঁয়ে
বুকটা চুঁয়ে।

জলছবি রং নড়েচড়ে
ঠোঁটের পরে
রামধনুকে
সঙ্গে রেখে।

তুমি আছ সেই খেয়ালে
আমায় ভুলে,
সত্যি বলো
বাসবে ভাল?

3 comments:

  1. সুন্দর শব্দ চয়ন আর প্রেম টা উপভোগ করার মত।

    ReplyDelete
  2. চমৎকার

    ReplyDelete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)