প্রথম বর্ষ/প্রথম সংখ্যা/১লা
বৈশাখ, ১৪৩০
কবিতাচন্দ্রাবলী ব্যানার্জীঠিক তখনই
ফুরিয়ে গিয়েও শুরু হত
আগের মতো
নতুন করে
স্বপ্ন ঘোরে।
থাকতে যদি পাশাপাশি
বানভাসি
অন্তঃপুরে
তোমার সুরে।
হঠাৎ পাওয়ায় মন খারাপি
সুখের ঝাঁপি
পেলাম বুঝে
অনেক খুঁজে।
খুব আবেগী স্বপ্ন দেখি
চোখে আঁকি
তোমায় ছুঁয়ে
বুকটা চুঁয়ে।
জলছবি রং নড়েচড়ে
ঠোঁটের পরে
রামধনুকে
সঙ্গে রেখে।
তুমি আছ সেই খেয়ালে
আমায় ভুলে,
সত্যি বলো
বাসবে ভাল?
আগের মতো
নতুন করে
স্বপ্ন ঘোরে।
বানভাসি
অন্তঃপুরে
তোমার সুরে।
সুখের ঝাঁপি
পেলাম বুঝে
অনেক খুঁজে।
চোখে আঁকি
তোমায় ছুঁয়ে
বুকটা চুঁয়ে।
ঠোঁটের পরে
রামধনুকে
সঙ্গে রেখে।
আমায় ভুলে,
সত্যি বলো
বাসবে ভাল?
সুন্দর শব্দ চয়ন আর প্রেম টা উপভোগ করার মত।
ReplyDeleteGood
ReplyDeleteচমৎকার
ReplyDelete