প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

এই নীল গ্রহের ভেতরে আমরা যারা এমনি এমনি বাস করি | তাপস রায়

বাতায়ন/মাসিক/ কবিতা /৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র , ১৪৩২ কবিতা তাপস রায়   এই নীল গ্রহের ভেতরে আমরা যারা এমনি এমনি বাস করি

Saturday, May 13, 2023

সন্ধান | খগেশ্বর দাস

বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/৪র্থ সংখ্যা/১৩ই মে, ২০২৩


কবিতা
খগেশ্বর দাস

সন্ধান


জরাজীর্ণ পলেস্তারা খসে গেলে
উদ্ভাসিত আদুল শরীর
বৃথা চেষ্টা ক্ষতস্থান লুকিয়ে রাখার
নিজস্ব দৈন্যে লাগাব বিমুগ্ধ প্রলেপ।

নির্বোধ প্রচেষ্টা যদি ধরা পড়ে যায়
টাঙিয়ে রেখেছি ভয় পাকুড় শাখায়
নিত্যদিন অসহায় 
শুঁড়িপথের গোপন সহ্য করি।

আমার দুরূহ অস্তিত্ব এখন হুডখোলা 
ভোরগুলো সব রোদ পোহানোর ঘাট
আনকোরা নিবিড়ে যুক্ত করি সাঁকো 
মেঘলা দিনের ভেজা ভঙ্গি আঁকি জলরঙে।

নতুন আলোতে সেজে উঠবে প্রাচীন ছায়ারা 
বাগান কাঁপানো শ্রাবণ ঝরাবে মেঘ
কোণে কোণে অবৈধ ছটার বিজ্ঞাপন 
তোমার সন্ধানে বৈধ শ্বেতপথ খুঁজি।

                                কবির প্রকাশিত কাব্যগ্রন্থের একটি


3 comments:

  1. ভালো লাগলো - জয়িতা

    ReplyDelete
    Replies
    1. শুভেচ্ছা🙏💕

      Delete
  2. প্রবীণ কবির কলমে পরিণত কবিতা।

    ReplyDelete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)