বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১০ম সংখ্যা/১লা আষাঢ়, ১৪৩০
কবিতা
ডঃ প্রদীপ গঙ্গোপাধ্যায়
ভুল
ভুল যদি হয় বৈশাখ শেষে
মেঠো পথে হেঁটে যেও না।
ভুল যদি হয় আমাকে চিনতে
অবেলায় চলে যেও না।
নীল নব ঘন মেঘ দেখে জেনো
বাকি আর নেই বেশি রাত
ভোরের শেফালি ফুটবে এখনই
পাখির কূজনে হবে মাত।
মেঠো পথে হেঁটে যেও না।
ভুল যদি হয় আমাকে চিনতে
অবেলায় চলে যেও না।
বাকি আর নেই বেশি রাত
ভোরের শেফালি ফুটবে এখনই
পাখির কূজনে হবে মাত।
No comments:
Post a Comment