বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/৯ম সংখ্যা/২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০
কবিতাণু
সুবীর ঘোষ
টুকরো কবিতা
১
রাস্তাগুলো ভয়ের চাপে
ফুরিয়ে যাওয়ার আগে
দেখে নিচ্ছে রাতপাহারায়
কোন্ প্রহরী জাগে।
২
দূরের গান
মনের ঘরে রেখে
এই এতটা
৩
দীর্ঘ যতিচিহ্ন সেরে কোনোদিকে ঠিক চলে যাব
৪
বৃষ্টি তো বাইরে, অন্তর কি উর্বরা হবে?
ফুরিয়ে যাওয়ার আগে
দেখে নিচ্ছে রাতপাহারায়
কোন্ প্রহরী জাগে।
দূরের গান
মনের ঘরে রেখে
এই এতটা
দীর্ঘ যতিচিহ্ন সেরে কোনোদিকে ঠিক চলে যাব
বৃষ্টি তো বাইরে, অন্তর কি উর্বরা হবে?
No comments:
Post a Comment