প্রাপ্তমনস্কদের পত্রিকা

মুনিয়াকে বিজিত | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী

  বাতায়ন/মাসিক/ যুগলবন্দি /৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র , ১৪৩২ যুগলবন্দি | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী অজয় দেবনাথ   মুনিয়াকে বিজিত ...

Saturday, June 10, 2023

নদী যদি বন্ধু হয় | প্রভাত ভট্টাচার্য

বাতায়ন/গল্পাণু/১ম বর্ষ/৯ম সংখ্যা/২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০

গল্পাণু
প্রভাত ভট্টাচার্য

নদী যদি বন্ধু হয়


ছোট্ট এক চিলতে এক নদী। মনে হয় যেন কত আপন। কতদিনের চেনা। এক্ষুনি যেন পাশাপাশি এসে গল্প করতে বসবে। ওরা সবাই এগিয়ে যাচ্ছে। আজ সুজয় ঝাড়গ্রাম বেড়াতে এসেছে বাড়ির সবার সঙ্গে। ঝাড়গ্রাম রাজবাড়ি, কণকদুর্গা মন্দির দেখার পর ডুলুং নদী দেখা। বেশ ভাল লেগেছে জঙ্গলের মধ্যে দিয়ে আসতে।
 
“চলে এসো।” চিল্কিগড় রাজবাড়ি দেখতে যাওয়া হবে এবার।
“নদীটা একটু ভাল করে দেখে নিই।”
“ওইটুকু একটা নদী, ওর আর দেখার কী আছে! কত নদী দেখা হয়েছে।”
 
সত্যিই তো, কত বড় বড় নদী দেখেছে, গঙ্গা, যমুনা, নর্মদা, কাবেরী, টেমস, শেন, নীলনদ। কিন্তু এই নদীটা যেন কত কাছের।
 
“নদী তুমি বন্ধু হও।”
 
বলতেই নদী যেন হাত বাড়িয়ে দিল খুশি মনে। হয়তো তার কোন বন্ধু নেই।
নদী-বন্ধুকে বিদায় জানিয়ে এগিয়ে গেল সে।
“আবার দেখা হবে…”

2 comments:

  1. ভাল লাগলো।

    ReplyDelete
  2. অজস্র ধন্যবাদ

    ReplyDelete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)