বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/১৩তম সংখ্যা/৫ই শ্রাবণ, ১৪৩০
কবিতা
নীলম সামন্ত
তুমি কাকে ভালবাসা বলো
ভোরেরা কোনদিন অপ্রকাশিত হয় না
কখনও দেখেছ চাঁদ-সূর্য পাশাপাশি
আর শুকতারা নিজের নাম বদলাতে ডুব দিচ্ছে
বিপরীতমুখী বেলুনের ঝাঁকে
এসবের মাঝেই আমার জন্ম।
আঙুল গোটানো হাত ধরে বইতে শিখিয়ে দিলে
দেখিয়ে দিলে প্রতিটা মুহূর্ত…
ভিজতে ভিজতে… যুবতীর অদম্য হয়ে উঠি।
তুমি কাকে ভালবাসা বলো?
আমি তো জানি
অসম্পূর্ণ উচ্চারণের ছায়ায় বেঁচে থাকা
আজন্ম খরস্রোত…
কখনও দেখেছ চাঁদ-সূর্য পাশাপাশি
আর শুকতারা নিজের নাম বদলাতে ডুব দিচ্ছে
বিপরীতমুখী বেলুনের ঝাঁকে
এসবের মাঝেই আমার জন্ম।
দেখিয়ে দিলে প্রতিটা মুহূর্ত…
ভিজতে ভিজতে… যুবতীর অদম্য হয়ে উঠি।
অসম্পূর্ণ উচ্চারণের ছায়ায় বেঁচে থাকা
আজন্ম খরস্রোত…
No comments:
Post a Comment