প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ওয়েটিং লিস্টে আছি... | রতনলাল আচার্য্য

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা রতনলাল আচার্য্য ওয়েটিং লিস্টে আছি ....

Saturday, July 22, 2023

লাল কৃষ্ণ পলাশের পিত্ত ওঠা মানুষ ও কিছু দীর্ঘ তন্ত্র ঘোড়া | নিমাই জানা

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৩তম সংখ্যা/৫ই শ্রাবণ, ১৪৩০

কবিতা
নিমাই জানা

লাল কৃষ্ণ পলাশের পিত্ত ওঠা মানুষ ও কিছু দীর্ঘ তন্ত্র ঘোড়া


কৃষ্ণ পলাশী থেকে হেঁটে আসা একটা পুরুষ লাল আগুনের চারপাশে বসে থেকে ক্রমশ ক্ষুধার্ত হয়ে যাচ্ছে মধ্য দুপুর প্রহরের নন কিউরেবল গনোরিয়া আক্রান্ত লাল অপরাজিতার ধ্বজভঙ্গ যোনিছিদ্রের মতো

মারকিউরাস নাইট্রেটের মতো রক্ত ওঠা পিত্তথলির ভেতরে জমে থাকা পাথরের শিথিল পাগুলো নিউক্লিওলাসের ভেতরে চিৎকার ওঠা শ্মশানের ক্রন্দনভূমি ছেড়ে যারা নীল দ্রাঘিমার দিকে মুখ করে সংক্ষিপ্ত জলে ডুবে উলঙ্গ স্নান করে তাদের আর কোনো শবাসন চিহ্ন নেই

রাতেই শুধু সকলের ধমনীর রক্তের নীল ঘোড়াগুলো দৌড় থামিয়ে দিলে উচ্চ রক্তচাপ দেখা যায়, আমি পৃথিবীর মতো এক তৃতীয়াংশ আস্তিক্য মুনিদের এক একটা জরা চিহ্ন ভেদ করে নীল ব্রহ্মাসন রোপন করি নিজেদের বিষাক্ত হোম কুণ্ডলী থেকে উদ্‌গত ধোঁয়ার ভেতর

আমাদের আর কোন বিষাক্ত দাঁত নেই যা দিয়ে নিজের হিমাদ্রির মতো ফুটে ওঠা স্তনগ্রন্থিগুলো কেটে কেটে ল্যাক্টেশান নারীর চারপাশে পিঁপড়েদের মহাভোজ বসিয়ে দেয়, মাথায় জমে থাকা অদৃশ্য স্নায়ুতন্ত্রের পাললিক খনিজ খুঁড়ে খুঁড়ে দুটো সাদা নয়নতারার চারা লাগাই কফ ওষুধের মতো

একটা নারী অসংখ্য কুচু কুচু মাংস খণ্ড টমেটো বীজ আর ডিমের ভেতরে থাকা অন্তক্ষরার পাকস্থলী বমি উগরে দেওয়া একটা কাগজ ফুলের মতো স্বচ্ছ অথচ অবৈধ এগরোল জড়িয়ে দিচ্ছে সঙ্গম সেরে আসা আঁশটে মৎস্যজীবীদের, সালফিউরাস জলে ডোবা আমার দুই হাতে বেনজিন দাঁতের মতো বিষাক্ত আগুন প্রহরের নীল আগুনে হত্যা করছি কালো স্তনের ময়ূরীদের


No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)