বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৩তম সংখ্যা/৫ই শ্রাবণ, ১৪৩০
কবিতা
সিদ্ধার্থ মিত্র
সব চরিত্র কাল্পনিক
আমার বুকে ভিতর এক অস্থির স্থপতি
তুলে আনে মানুষের সমগ্র কারখানা
ঢাকে শরীরের পর্যায় সারণী
জলের ভিতর বুদবুদের মানচিত্রে
বন্ধ্যা ভিসুভিয়াস জেগে ওঠে
ঊরুর উপর বসে অচেনা হাট
আঙুলে আঙুলে ডুবিয়ে মাপি
প্রতিরোধের অবাধ্য তাপাঙ্ক
নখের নীচে জমে বাষ্পের এক্সটেনশন
চেনা মেঘ ডাকে বন্যার কলহে
গ্লাসের গর্ভাধানে জমা তরল, দেখি
জিভের তলায় রাখা সম্পর্ক ভীষণ অচেনা
লুপ্তভাষার সংক্রমণে জড়সড় মৃতের স্তূপ
মুখোশে ঢাকা সব চরিত্রই আজ কাল্পনিক
তুলে আনে মানুষের সমগ্র কারখানা
ঢাকে শরীরের পর্যায় সারণী
বন্ধ্যা ভিসুভিয়াস জেগে ওঠে
ঊরুর উপর বসে অচেনা হাট
প্রতিরোধের অবাধ্য তাপাঙ্ক
নখের নীচে জমে বাষ্পের এক্সটেনশন
গ্লাসের গর্ভাধানে জমা তরল, দেখি
জিভের তলায় রাখা সম্পর্ক ভীষণ অচেনা
মুখোশে ঢাকা সব চরিত্রই আজ কাল্পনিক
ভালো লাগল। - জয়িতা
ReplyDelete