বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/১৩তম সংখ্যা/৫ই শ্রাবণ, ১৪৩০
কবিতা
পিঙ্কি ঘোষ
কাঁটা তারের বেড়া
আমাদের মাঝে এখন কাঁটা
তারের বেড়া
তবুও মাথার ওপর সেই এক
আকাশ,
আমাকে স্পর্শ করা বাতাসে তোমার
উষ্ণতা মিশে থাকে প্রতিক্ষণ।
সময়ের কঠিন সমীকরণে চিত্র পাল্টেছে-
তোমার জন্য রাজপথের গ্রীন করিডোর,
রেড কার্পেট আজ তোমাকে মাটি ছুঁতে দেয় না,
গণসংগীতের সুর তোমাকে অভিবাদন জানায়,
আর আমি...
আজও সত্যের সন্ধানে
তুষারযুগেই দাঁড়িয়ে।
আমাকে স্পর্শ করা বাতাসে তোমার
উষ্ণতা মিশে থাকে প্রতিক্ষণ।
সময়ের কঠিন সমীকরণে চিত্র পাল্টেছে-
তোমার জন্য রাজপথের গ্রীন করিডোর,
রেড কার্পেট আজ তোমাকে মাটি ছুঁতে দেয় না,
গণসংগীতের সুর তোমাকে অভিবাদন জানায়,
আর আমি...
দারুণ বলেছেন ।
ReplyDelete